[F] আ আ আ আ আ~
[M] লা লা লা লা~~
-=শিল্পী:-কনকচাপা ও এন্ড্রো কিশোর=-
-==চয়েজ:- নিরা==-
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[F] জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবেনা জীবনে~
মোরা, আরো আগে কেন আসিনি~
কেন আসিনি এই ভূবনে~~
[M] জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবেনা জীবনে~
মোরা, আরো আগে কেন আসিনি~
কেন আসিনি এই ভূবনে~~
-==ফেমেলি:- SRF & RMP==-
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[F] আ আ আ~আ আ আ~~
পৃথিবীর বুকে নয় তোমারি বুকে
প্রিয়তম দাও তুমি ঠাঁই~~
[M] শুধু বুকে ঠাঁই নয়, প্রানটি করে
হৃদয়ে রেখে দিতে চাই~~
[F] ভরেছো এ মন তুমি
সুখেরি কোন মহা প্লাবনে~
[M] জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবেনা জীবনে
মোরা, আরো আগে কেন আসিনি~
কেন আসিনি এই ভূবনে
[F] জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবেনা জীবনে
মোরা, আরো আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে~~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[F] লা লা লা লা~
লা লা লা লা~~
হৃদয় আমার যেন একটি সাগর
তুমি যেন সাগরের ঢেউ~~
[M] কি গভীর বন্ধন এই দুজনার
কোনদিনও বুঝবে না কেউ~~
[F] তুমি যদি ভাঙ্গো মন
ডুবে যাবে আখি দুটি শ্রাবনে~
[M] জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবেনা জীবনে~
মোরা, আরো আগে কেন আসিনি~
কেন আসিনি এই ভূবনে~
[F] জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবেনা জীবনে~
মোরা, আরো আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে~~
====সমাপ্ত====