[F] ও ও ও ও ও~
আ আ আ আ আ~~
-=আপলোড:- এ আর রিপন=-
তুমি আমার চন্দ্র তুমি জোছনা
আর কিছু চাইনা~~
তুমি আমার চন্দ্র তুমি জোছনা
আর কিছু চাইনা~
তুমি ছাড়া, জীবন আমার, পূর্ণ হবেনা
[M] তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাইনা~
তুমি ছাড়া, জীবন আমার, পূর্ণ হবেনা
[F] তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাইনা~~
-=শিল্পী:- কনকচাঁপা ও এন্ড্রো কিশোর=-
-=ফেমেলি:- SRF & RMP=-
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
চোখে তুমি রং জড়ালে
মনে তুমি সুর ধরালে~
[M] ও ও চোখে তুমি রং জড়ালে
মনে তুমি সুর জড়ালে~
[F] আজ কাছে এসেছো
কত ভালোবেসেছো~
[M] আজ কাছে এসেছো
কত ভালোবেসেছো~
[F] প্রেমে এত সুখ আছে জানা ছিলোনা
[M] তুমি আমার চন্দ্র তুমি জোছনা
আর কিছু চাইনা~
[F] তুমি আমার চন্দ্র তুমি জোছনা
আর কিছু চাইনা~~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[M] প্রাণে তুমি সুখ সাজালে
বাশরেরও বাঁশি বাজালে~
[F] ও ও প্রাণে তুমি সুখ সাজানে
বাশরেরও বাঁশি বাজালে~
[M] তুমি সাথী হয়েছো প্রাণে মিশে রয়েছো
[F] তুমি সাথী হয়েছো প্রাণে মিশে রয়েছো~
[M] এতদিনে প্রেম খুঁজে পেলো ঠিকানা~
[F] তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাইনা~
তুমি ছাড়া, জীবন আমার, পূর্ণ হবেনা
[M] তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাইনা~
তুমি ছাড়া, জীবন আমার, পূর্ণ হবেনা~
[M/F] তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাইনা~
তুমি আমার চন্দ্র, তুমি জোছনা
আর কিছু চাইনা~~
-====সমাপ্ত====-