হাজারও ব্যাথা বেদনার পরে
হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল.......
তোমাকে ভুলি আমি কেমন করে
হে রাসূল.......
তোমাকে ভুলি আমি কেমন করে
হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল........
তোমাকে ভুলি আমি কেমন করে
হে রাসূল.........
তোমাকে ভুলি আমি কেমন করে
খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা
চিনলো না এ আলো
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে
খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা
চিনলো না এ আলো
দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে
হে রাসূল........
তোমাকে ভুলি আমি কেমন করে
হে রাসূল........
তোমাকে ভুলি আমি কেমন করে
হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল.......
তোমাকে ভুলি আমি কেমন করে
হে রাসূল........
তোমাকে ভুলি আমি কেমন করে
হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল.......
তোমাকে ভুলি আমি কেমন করে
হে রাসূল.......
তোমাকে ভুলি আমি কেমন করে
আল্লাহাফেজ সবাই ভাল থাকবেন
সুস্থ থাকবেন আরো মিষ্টি গজলের জন্য
আমাকে ফলো করবেন ধন্যবাদ