শিরোনাম:-জীবনে আমার আরো আছে গান।
কথা:-পুলক ব্যানার্জী।
সুর:-অরূপ প্রণয়।
শিল্পী:-কুমার শানু।
⫸=====Rifat=====⫷
জীবনে আমার আরো আছে গান
জীবনে আমার আরো আছে গান
আরো বহু সুর আছে বাকী
এখনই এমন ভালবেসোনা আমায়
জীবনে আমার আরো আছে গান
জীবনে আমার আরো আছে গান
আরো বহু সুর আছে বাকী
এখনই এমন ভালবেসোনা আমায়
জীবনে আমার আরো আছে গান
জীবনে আমার আরো আছে গান
চাও গো আমাকে যদি ফুল দিতে,
একটি গোলাপ শুধু আমি পারি নিতে
চাও গো আমাকে যদি ফুল দিতে,
একটি গোলাপ শুধু আমি পারি নিতে
দিওনা বাগান ভরা ফুলেরই বাহার
দিওনা এমন মালা এত উপহার
এখনই এমন ভালবেসোনা আমায়
জীবনে আমার আরো আছে গান
জীবনে আমার আরো আছে গান
আরো যে সুদূরে দিতে হবে পাড়ি,
দাওনা আমাকে প্রেরণা গো তারি
আরো যে সুদূরে দিতে হবে পাড়ি,
দাওনা আমাকে প্রেরণা গো তারি
সেই শুভ আশা দাও হৃদয় ভরে
শিল্পীর স্বপ্ন যা সত্যি করে
এখনই এমন ভালবেসোনা আমায়
জীবনে আমার আরো আছে গান
জীবনে আমার আরো আছে গান
আরো বহু সুর আছে বাকী
এখনই এমন ভালবেসোনা আমায়
জীবনে আমার আরো আছে গান
জীবনে আমার আরো আছে গান
⫸=====Rifat=====⫷