menu-iconlogo
huatong
huatong
avatar

কোত জে সাগর নদি পেরিয়ে

কুমার সানুhuatong
লিরিক্স
রেকর্ডিং
কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি

কত পথ হলাম যে পার

তোমার মতন এত অপরূপ সুন্দর

কাওকে তো দেখিনি গো আর

কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি

কত পথ হলাম যে পার

তোমার মতন এত অপরূপ সুন্দর

কাওকেতো দেখিনিগো আর

প্রিয়তমা মনে রেখো

অণুপমা... মনে রেখো

হাওয়ায় হাওয়ায় দুলে, ওই কাশ ফুল

উড়ে যায় আঁচল যে উড়ে এলো চুল

হো...

হাওয়ায় হাওয়ায় দুলে, ওই কাঁশ ফুল

উড়ে যায় আঁচল যে উড়ে এলো চুল

আলতা পায়ে আলতো ছোঁয়ায়

পথ চলো প্রিয়া যে আমার

অনেক দেখেছি তবু তোমার ও মুখখানি

স্বাধ হয় দেখিগো আবার

তোমার মতন এত অপরূপ সুন্দর

কাওকেতো দেখিনিগো আর

প্রিয়তমা মনে রেখো

অণুপমা.. মনে রেখো

সোনায় সোনায় মোড়া নীল নীল আকাশ

শান্ত দিঘীর জলে খেলে রাজহাঁস

হো.....

সোনায় সোনায় মোড়া নীল নীল আকাশ

শান্ত দিঘীর জলে খেলে রাজহাঁস

কাঁজলা চোখে মিষ্টি চাওয়ায়

ছবি আঁকো প্রিয়া যে আমার

অনেক দেখেছি তবু এ সবুজ বাংলাকে

স্বাধ হয় দেখিগো আবার

তোমার মতন এত অপরূপ সুন্দর

কাওকেতো দেখিনিগো আর

কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি

কত পথ হলাম যে পার

তোমার মতন এত অপরূপ সুন্দর

কাওকেতো দেখিনি গো আর

প্রিয়তমা মনে রেখো

অণুপমা মনে রেখো

প্রিয়তমা মনে রেখো

অণুপমা... মনে রেখো

প্রিয়তমা মনে রেখো

অণুপমা... মনে রেখো

কুমার সানু থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

কুমার সানু-এর কোত জে সাগর নদি পেরিয়ে - লিরিক্স এবং কভার