তোমার আগে আর কেউ নেই
শিল্পী :কুমার সানু।
Uploaded by M.S.Reza
*************
তোমার আগে আর কেউ নেই
তোমার পরেও আর কেউ নেই!
যেখানেই যাই যে দিকে তাকাই
শুধু তুমি শুধু তুমি
আমি আশিক তুমি প্রিয়া ,
আমি আশিক তুমি প্রিয়া
তোমার আগে আর কেউ নেই
তোমার পরেও আর কেউ নেই!
Uploaded by M.S.Reza
কি করে বোঝাই , এ জালা কেমন
কিসের আগুনে পুড়ে মরে মন,
কি করে বোঝাই , এ জালা কেমন
কিসের আগুনে পুড়ে মরে মন,।
প্রাণের ছাই মুঠি ভরে তাই
দিতে চাই তোমাকে,
আমি আশিক তুমি প্রিয়া ,
আমি আশিক তুমি প্রিয়া
তোমার আগে আর কেউ নেই
তোমার পরেও আর কেউ নেই!
Uploaded by M.S.Reza
সব ফুল কি মালা হতে পারে,
ঝরে কত ফুল পথের ধারে
সব ফুল কি মালা হতে পারে,
ঝরে কত ফুল পথের ধারে।।
আমারও এ প্রেম পথেই না হয়
ঝরে গেল নিরবে ,
আমি আশিক তুমি প্রিয়া ,
আমি আশিক তুমি প্রিয়া
তোমার আগে আর কেউ নেই
তোমার পরেও আর কেউ নেই!
যেখানেই যাই যে দিকে তাকাই
শুধু তুমি শুধু তুমি
আমি আশিক তুমি প্রিয়া ,
আমি আশিক তুমি প্রিয়া
M.S.Reza