দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
আমাকে নিবিড় আলিঙ্গনে
ও বুকে নাও টেনে নাও
দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
আমাকে নিবিড় আঙ্গীগনে
ও বুকে নাও টেনে নাও
দেখনা চেয়ে কেউ এখানে
নেইত এখন
হাঁ এসনা কাছে
বুকেরি মাঝে করনা আপন....
যত কাছে যাই সুখ খোঁজে পাই
লাগে শিহরণ....
হু তোমারি ছোঁয়ায় বুকেরি ভিতর
ওঠেছে কাঁপন.....
তোমার ঐ মনের নীল সাগরে
আমাকে ডুব দিতে দাও...
দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
ও দাও দাও দাও তুমি দাও সারা দাও.
এই ঘুমন্ত মনটা জাগাও....
দাও প্রেম দাও ভালবাসা দাও
আমাকে তুমি
হু. তুমি ছাড়া হায় জানি এই জীবন
মরুভূমি....
এক পলকে তোমাকে দেখে
মিটেনা তো স্বাধ
রুপ দেখে হায় হার মেনে যায়
আকাশেরি চাঁদ...
সারা জীবন আমি থাকবো তোমার
যাব না অন্য কোথাও....
দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
আমাকে নিবিড় আলিঙ্গনে
ও বুকে নাও টেনে নাও....
দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
দাও দাও দাও তুমি দাও সারা দাও
এই ঘুমন্ত মনটা জাগাও
আমাকে নিবিড় আলিঙ্গনে
ও বুকে নাও টেনে নাও..
ধন্যবাদ