গীতিকার হাসান মতিউর রহমান
সুরকার জানে আলম
সত্যি কথা কি হুট করে কাউকে মন দেওয়াটি বড় বোকামি
ভালো মন্দ, না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
এই মনটারে রাইখো তুমি বন্ধু
এই মনটারে রাইখো তুমি বন্ধু
করিয়া যতন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন।
প্রতিদিন একটি বন্ধু বাড়াবেন
না পারলে শত্রু বাড়াবেন না
আমার যত দুঃখ্য আছে
বলবো বন্ধু তোমার কাছে
তুমি আমায় জানিলে আপন
আমার যত দুঃখ্য আছে
বলবো বন্ধু তোমার কাছে
তুমি আমায় জানিলে আপন,
তোমাকে হারানোর আগে বন্ধু
তোমাকে হারানোর আগে বন্ধু
আমার যেন হয় মরণ।
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন।
বিরহেই প্রেম বেচে থাকে
মিলনে নয়
ভালোবাসার এই তো রীতি
কান্দিতে হয় দিবা রাতি
জলে বাসে এই দুটি নয়ন
ভালোবাসার এই তো রীতি
কান্দিতে হয় দিবা রাতি
জলে বাসে এই দুটি নয়ন,
ঘরে জালা বাইরে জালা বন্ধু
ঘরে জালা বাইরে জালা বন্ধু
জালা কি করি আমি এখন
ভালো মন্দ, না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
এই মনটারে রাইখো তুমি বন্ধু
এই মনটারে রাইখো তুমি বন্ধু
করিয়া যতন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন
ভালো মন্দ না ভাবিয়া গো আমি
দিলাম তোমায় মন।
মর্হুম খালিদ হাসান মিলু
ভাই এর জন্য দোয়া চাই