হাসলে তোমার মুখ,
শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলু
ট্রাক তৈরি ও আপলোড
মনির ইফতী (M.E)
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাইসো না হাইসো না তুমি পাগল হইব লোক
রুপের মাইয়্যা রে,,
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাইসো না হাইসো না তুমি পাগল হইব লোক
রুপের মাইয়্যা রে,,
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও
তুমি যদি হইতে দিতা,
হইতাম তোমার চুলের ফিতা ,,
তুমি যদি হইতে দিতা,
হইতাম তোমার চুলের ফিতা
প্রানের মাইয়্যা রে,
তোমার রঙে রঙে আমার
অঙ্গ রঙ্গিয়ে দাও
তোমার রঙে রঙে আমার
অঙ্গ রঙ্গিয়ে দাও
ভাল যদি বাসতা আমায়
নুপুর হইতাম ঐ দুটি পায়
ভাল যদি বাসতা আমায়
নুপুর হইতাম ঐ দুটি পায়
সুন্দর মাইয়্যা রে
তোমার প্রেমের ফাশি আমার
গলায় লাগাইয়া দাও
তোমার প্রেমের ফাশি আমার
গলায় লাগাইয়া দাও
তুমি যদি থাকতা রাজি,
হইতাম তোমার নায়ের মাঝি
তুমি যদি থাকতা রাজি,
হইতাম তোমার নায়ের মাঝি
সোনার মাইয়্যা রে,,
তুমি আমার কথা সবার কাছে জানিয়ে দাও
তুমি আমার কথা সবার কাছে জানিয়ে দাও
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাইসো না হাইসো না তুমি পাগল হইব লোক
রুপের মাইয়্যা রে,,
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাইসো না হাইসো না তুমি পাগল হইব লোক
রুপের মাইয়্যা রে,,
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও
তোমার রঙে রঙে আমার
অঙ্গ রঙ্গিয়ে দাও
তোমার প্রেমের ফাশি আমার
গলায় লাগাইয়া দাও
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও