menu-iconlogo
huatong
huatong
avatar

ছবি যেন শুধু ছবি নয়

খুরশিদ আলমhuatong
H.PUTUL_🆆🅴huatong
লিরিক্স
রেকর্ডিং
ছবি যেন

শুধু ছবি নয়

ছবি যেন

শুধু ছবি নয়

আজ কেন

তাই মনে হয়

এ যেন ওগো দুটি প্রানের

কথা বিনিময়

ছবি যেন

শুধু ছবি নয়

এতো দিন কেন আড়ালে ছিলে

রঙের ছোয়ায় যদি ধরাই দিলে।

এতো দিন কেন আড়ালে ছিলে

রঙের ছোঁয়ায় যদি ধরাই দিলে

ওগো চিত্রলেখা একি স্বপ্ন দেখা।

ওগো চিএলেখা একি স্বপ্ন দেখা

আমার হৃদয়ে কেন জাগে সংশয়।

ছবি যেন শুধু ছবি নয়

আজি কেন তাই মনে হয়

এ যেন ওগো দুটি প্রানের কথা বিনিময়

ছবি যেন শুধু ছবি নয়...

তোমার মত যদি শিল্পী হতেম

ভাষার তুলিতে সব লিখে যেতেম

তোমার মত যদি শিল্পী হতেন

ভাষার তুলিতে সব লিখে যেতেন

ওগো সঞ্চারিনী মোর মনোহারিনী

ওগো সঞ্চারিনী মোর মনোহারিনী।

আমার জীবনে তুমি একই বিস্ময়

ছবি যেন শুধু ছবি নয়

আজ কেন তাই মনে হয়

এ যেন ওগো দুটি প্রানের কথা বিনিময়

ছবি যেন শুধু ছবি নয়

হু..........হু.........

হু...........হু........

খুরশিদ আলম থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে