? বিসমিল্লাহির রহমানির রহিম ?
জায়নামাজে দাড়িয়ে জাবো,
পরবো মাগো তারাবী,
যে নামাজের শিক্ষা দিলেন
আমাদের প্রিয় নবী,
জায়নামাজে দাড়িয়ে জাবো
পড়বো মাগো তারাবী,
যে নামাজের শিক্ষা দিলেন
আমাদের প্রিয় নবী,
একটি বছর পরে এলো
পবিত্র রমজান,
আকাশ বাতাস চান্দ সে তারায়,
বয়ছে খুসির বান,
একটি বছর পরে এলো
পবিত্র রমজান,
আকাশ বাতাস চান্দ সে তারায়,
বইছে খুশির বান,
পাপি দাপির ঝরবে গুনাহ
মাগফিরাতের জুয়ারে,
সারাদিনের ক্লান্তি বুলে
সুখটা নেবো ইফতারে,
সেহরি খাবো রাখবো রুজা
ডাক দিও মা আমারে ,
সারা দিনের ক্লান্তি বুলে
সুখটা নিবো মা ইফতারে,
সেহরি খাবো রাখবো রুজা
ডাক দিও মা আমারে,
সারা দিনের ক্লান্তি বুলে
সুখটা নেবো ইফতার,
রোজ হাশরে ধন্য হবো
মহানপ্রভুর দিদারে,
সারা দিনের ক্লান্তি বুলে
সুখটা নেবো ইফতার,
রোজ হাশরে ধন্য হবো
মহানপ্রভুর দিদারে,
সারা দিনের ক্লান্তি বুলে
সুখটা নেবো ইফতার,
সেহরি খাবো রাখবো রুজা,
ডাক দিও মা আমারে,
সারা দিনের ক্লান্তি বুলে,
সুখটা নেবো ইফতার,
সেহরি খাবো রাখবো রুজা,
ডাক দিও মা আমারে,
সারা দিনের ক্লান্তি বুলে
সুখটা নেবো ইফতার,
আত্মা কে মা শুদ্ধ করতে
বন্ধ রাখবো পানাহার,
হিংসা বিবেদ জাবো বুলে
দুর হবে মা অহংকার,
আত্মা কে মা শুদ্ধ করতে
বন্ধ রাখবো পানাহার,
হিংসা বিবেদ জাবো বুলে
দুর হবে মা অহংকার---
অসান্ত এই অবনিতা
সান্তি সুখ পাবো ফিরে,
সারা দিনের ক্লান্তি বুলে
সুখটা নেবো ইফতারে,
সেহরি খাবো রাখবো রুজা
ডাক দিও মা আমারে,
সারা দিনের ক্লান্তি বুলে
সুখটা নেবো ইফতারে,
জায় নামাজে দাড়িয়ে জাবো
পরবো মাগো তারাবী,
যে নামাজের শিক্ষা দিলেন
আমাদের প্রিয় নবী,
একটি বছর পরে এলো
পবিত্র রমজান,
আকাশ বাতাস চান্দ সে তারায়
বইছে খুশির বান,
একটি বছর পরে এলো
পবিত্র রমজান,
আকাশ বাতাস চান্দ সে তারায়
বইছে খুশির বান।
? ধন্যবাদ ?