menu-iconlogo
huatong
huatong
-karar-oi-louho-kopat-cover-image

কারার ঐ লৌহ কপাট Karar Oi Louho kopat

নজরুল গীতিhuatong
লিরিক্স
রেকর্ডিং
কারার ঐ লৌহ কপাট

কাজী নজরুল ইসলাম

কারার ঐ লৌহ কপাট

কারার ঐ লৌহ কপাট

ভেঙ্গে ফেল কর রে লোপাট

রক্ত জমাট

শিকল পূজার পাষাণ বেদী

ওরে ও তরুণ ঈশান

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ,

ধ্বংস নিশান

উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহ কপাট

কারার ঐ লৌহ কপাট

Music

CFS

গাজনের বাজনা বাজা

কে মালিক? কে সে রাজা?

Wait

গাজনের বাজনা বাজা

কে মালিক? কে সে রাজা?

কে দেয় সাজা

মুক্ত স্বাধীন সত্য কে রে?

হা হা হা পায় যে হাসি

হা হা হা পায় যে হাসি

ভগবান পরবে ফাঁসি, সর্বনাশী

শিখায় এ হীন তথ্য কে রে?

কারার ঐ লৌহ কপাট

কারার ঐ লৌহ কপাট

Music

CFS

ওরে ও পাগলা ভোলা,

দেরে দে প্রলয় দোলা

Wait

ওরে ও পাগলা ভোলা

দেরে দে প্রলয় দোলা

গারদগুলা, জোরসে ধরে হ্যাঁচকা টানে

মার্‌ হাঁক হায়দরী হাঁক্‌

মার্ হাঁক হায়দরী হাঁক্

কাঁধে নে দুন্দুভি ঢাক,

ডাক ওরে ডাক,

মৃত্যুকে ডাক, জীবন পানে

করার ঐ লৌহ কপাট

কারার ঐ লৌহ কপাট

Music

CFS

নাচে ঐ কাল বোশেখী,

কাটাবি কাল ব’সে কি?

Wait

নাচে এ কাল বোশেখী

কাটাবি কাল ব'সে কি?

দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি

লাথি মার, ভাঙরে তালা

লাথি মার ভাঙরে তালা

যত সব বন্দী শালায়

আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল উপাড়ি

কারার ঐ লৌহ কপাট

কারার ঐ লৌহ কপাট

ভেঙ্গে ফেল কর রে লোপাট,

রক্ত জমাট

শিকল পূজার পাষাণ বেদী

ওরে ও তরুণ ঈশান

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ,

ধ্বংস নিশান

উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহ কপাট

কারার ঐ লৌহ কপাট

কারার ঐ লৌহ কপাট

কারার ঐ লৌহ কপাট

সমাপ্ত

বিনম্র শ্রদ্ধা জানাই সকল শহীদের

নজরুল গীতি থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে