আমায় সারাদিন মাছিতে জালায় রাইতে কামরায় মশা
ছাড়পোকাতে কামরাই যেই চেয়ারে থাকি বসা
আমায় সারাদিন মাছিতে জালায় রাইতে কামরায় মশা
ছাড়পোকাতে কামরাই যেই চেয়ারে থাকি বসা
এহে আমার নাম হইলো মফিজ
আমার মতো হয়না যেন কারো এমন দশারে
আমার মতো হয়না যেন কারো এমন দশা
লাল পিপড়াই কামরায় আমায় পা রাখিলে মাটিতে
তেলাপোকা হাইটা বেড়ায় আমার থালা বাটিতে
লাল পিপড়াই কামরায় আমায় পা রাখিলে মাটিতে
তেলাপোকা হাইটা বেড়ায় আমার থালা বাটিতে
মনটা আমার ছুইল্লা দিছে ছোলে যেমন শশা
এহে আমার নাম হইলো মফিজ
আমার মতো হয়না যেন কারো এমন দশারে
আমার মতো হয়না যেন কারো এমন দশা
উইপোকা উইড়া বেড়াই ঘরের বেড়া কাটিয়া
ঘূনপোকাই খাইলো আমার সেগুন কাঠের খাটিয়া
উইপোকা উইড়া বেড়ায় ঘরের বেড়া কাটিয়া
ঘুনপোকাই খাইলো আমার সেগুন কাঠের খাটিয়া
এই কপালে দিনে রাইতে লাগছে দুখের ঘসা
এহে আমার নাম হইলো মফিজ
মত হয়না যেন কারো এমন দশা রে আমার মত হয়না যেন কারো এমন দশা।
আমায় সারাদিন মাছিতে জালায় রাইতে কামরায় মশা
ছাড়পোকাতে কামরাই যেই চেয়ারে থাকি বসা
আমায় সারাদিন মাছিতে জালায় রাইতে কামরায় মশা
ছাড়পোকাতে কামরাই যেই চেয়ারে থাকি বসা
এহে হে আমার নাম হইলো মফিজ
আমার মতো হয়না যেন কারো এমন দশারে
আমার মতো হয়না যেন কারো এমন দশা