menu-iconlogo
huatong
huatong
avatar

আমি সারাজীবন

নাসিরhuatong
MdJiaur_star847huatong
লিরিক্স
রেকর্ডিং
আমি সারাজীবন তোমারই থাকবো

সারাক্ষণ চোখে চোখ রাখবো

আমি সারাজীবন তোমারই থাকবো

সারাক্ষণ চোখে চোখ রাখবো

আসলে মরন দেখবে যখন মরোনও দুর থেকে হাসবে

তোমাকে যখন মন ভালোবাসবে

আমি সারাজীবন তোমারই থাকবো সারাক্ষণ চোখে চোখ রাখবো

বিধাতার কাছে যে বলবে মরণ কিভাবে কেড়ে নেব ওদের জীবন

বিধাতার কাছে যেয়ে বলবে মরণ

কিভাবে কেড়ে নেব ওদের জীবন

প্রেমের অপমানে জীবন নেয়ার আগে

মরণো চোখের জলে ভাসবে

তোমাকে যখন মন ভালোবাসবে

আমি সারাজীবন তোমারই থাকবো

সারাক্ষণ চোখে চোখ রাখবো

তুমি আর আমি মিলে একটি জিবন ভুবনে অমর হয়ে থাকবো দুজন

তুমি আর আমি মিলে একটি জীবন ভুবনে অমর হয়ে থাকবো দুজন

প্রেমের অপবাদে মৃত্যুর প্রতিবাদে

আকাশও মাটিতে নেমে আসবে

তোমাকে যখন মন ভালোবাসবে

আমি সারা জীবন তোমারই থাকবো

সারাক্ষণ চোখে চোখ রাখব

আসলে মরণ দেখবে যখন

মরণো দূর থেকে হাসবে

তোমাকে যখন মন ভালোবাসবে

আমি সারাজীবন তোমারই থাকবো

সারাক্ষণ চোখে চোখ রাখবো

নাসির থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

নাসির-এর আমি সারাজীবন - লিরিক্স এবং কভার