menu-iconlogo
huatong
huatong
avatar

চোখ ফেরানো যায় গো তবু মন ফেরানো যায় না

বশির আহমেদhuatong
🍃RAFI_KHALED🍁🅶🅳🅱︎huatong
লিরিক্স
রেকর্ডিং
চোখ ফেরানো যায় গো, তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে, মনের খোলা আয়না

চোখ ফেরানো যায় গো, তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে, মনের খোলা আয়না

চোখ ফেরানো যায় গো~

MUSIC

রিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টি পড়ে, মনের মাঝে ঐ

বৃষ্টি ভেজা মিষ্টি মেয়ে, কই গো তুমি ক~ই

==============

কালো কেশে মেঘে ঢাকা, মধুর কামনা

অমন করে তুমি তাকে, লুকিয়ে রেখো না~

লুকিয়ে রেখো না

রেখো না

চোখ ফেরানো যায় গো, তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে, মনের খোলা আয়না

চোখ ফেরানো যায় গো~

MUSIC

না হয় তুমি একটুখানি, কাছে এলে গো

ক্ষতি কী আর আসতে যদি পরশ দিলে গো~

==============

রূপবতী আমায় তুমি, বারণ করো না

মন নিলে গো মন দিতে হয়, তাও কি জানো না~

তাও কি জানো না

জানো না

চোখ ফেরানো যায় গো, তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে, মনের খোলা আয়না

চোখ ফেরানো যায় গো, তবু মন ফেরানো যায় না

কেমন করে রাখি ঢেকে, মনের খোলা আয়না

চোখ ফেরানো, যায় গো~

বশির আহমেদ থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে