অনেক বেদনা ভরা...আমার এই জীবন,
আমি আর...ব্যাথা পেতে চাইনা,
অনেক বেদনা ভরা...আমার এই জীবন,
আমি আর...ব্যাথা পেতে চাইনা,
অনেক দেখেছি আমি এই জীবনে,
করুনা কারো পেতে চাইনা,
অনেক বেদনা ভরা...আমার এ জীবন,
আমি আর...ব্যাথা পেতে চাইনা,
বুঝিনা কেন তুমি আসো বারে বার,
কি এমন আছে বল তোমাকে দেবার,
ও.. বুঝিনা কেন তুমি আসো বারে বার,
কি এমন আছে বল তোমাকে দেবার,
অনেক শিখেছি আমি ভালোবেসে,
উপহাস কারো পেতে চাইনা,
অনেক বেদনা ভরা...আমার এই জীবন,
আমি আর...ব্যাথা পেতে চাইনা,
ভালোবাসা যদি হয়...মরনের নাম,
মোনে রেখ এ হৃদয় তোমাকে দিলাম,
ও..ভালোবাসা যদি হয়...মরনের নাম,
মোনে রেখ এ হৃদয় তোমাকে দিলাম,
অনেক সয়েছি জালা ভালোবেসে,
সান্তনা আর পেতে চাইনা,
অনেক বেদনা ভরা...আমার এই জীবন,
আমি আর...ব্যাথা পেতে চাইনা,
অনেক বেদনা ভরা...আমার এই জীবন,
আমি আর...ব্যাথা পেতে চাইনা,
অনেক...দেখেছি...আমি...এই জীবনে,
করুনা...কারো...পেতে...চাইনা,