menu-iconlogo
huatong
huatong
avatar

ভেজা সন্ধ্যা অঝর বৃষ্টি

বালামhuatong
লিরিক্স
রেকর্ডিং
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

ছেলেঃ} ভেজা সন্ধ্যা অঝর বৃষ্টি।

দূর আকাশে, মেঘের প্রতিধ্বনি।

বাদলে ঘিরেছে আকাশ, বইছে বাতাস।

আড়ালে দাঁড়িয়ে, তুমি আর আমি।

হয়নি বলা.. কোনো কথা।

শুধু হয়েছে, অনুভূতি।

হয়নি বলা.. কোনো কথা।

শুধু হয়েছে অনুভূতি।

মেয়েঃ} হালকা আঁধার, দিচ্ছে ঘিরে।

আবছা আলো, নিচ্ছে ছুঁয়ে।

অল্প করে, হোক না শুরু।

ভালোবাসা, এখনো ভীরু।

ছেলেঃ} হালকা আঁধার, দিচ্ছে ঘিরে।

আবছা আলো, নিচ্ছে ছুঁয়ে।

অল্প করে, হোক না শুরু।

ভালোবাসা, এখনো ভীরু।

মেয়েঃ} হয়নি বলা..কোনো কথা।

শুধু হয়েছে, অনুভূতি।

হয়নি বলা.. কোনো কথা।

শুধু হয়েছে অনুভূতি।

ছেলেঃ} ডাকছে সময়, পিছু।

বলবে কি মন, কিছু।

নিবিড় এই, ভালোবাসা।

জড়ালো, কিছু আশা।

মেয়েঃ} ডাকছে সময়, পিছু।

বলবে কি মন, কিছু।

নিবিড় এই, ভালোবাসা।

জড়ালো, কিছু আশা।

ছেলেঃ} হয়নি বলা..কোনো কথা।

শুধু হয়েছে, অনুভূতি।

মেয়েঃ} হয়নি বলা.. কোনো কথা।

শুধু হয়েছে অনুভূতি।

ভেজা সন্ধ্যা অঝর বৃষ্টি।

দূর আকাশে, মেঘের প্রতিধ্বনি।

বাদলে ঘিরেছে আকাশ, বইছে বাতাস।

আড়ালে দাঁড়িয়ে, তুমি আর আমি।

দুজনেঃ} হয়নি বলা.. কোনো কথা।

শুধু হয়েছে, অনুভূতি।

হয়নি বলা..কোনো কথা।

শুধু হয়েছে অনুভূতি।

বালাম থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

বালাম-এর ভেজা সন্ধ্যা অঝর বৃষ্টি - লিরিক্স এবং কভার