menu-iconlogo
huatong
huatong
avatar

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
লিরিক্স
রেকর্ডিং
যদি হিমালয় আল্পসের

সমস্ত জমাট বরফ

একদিন গলেও যায়,

তবুও ও তুমি আমার

যদি নায়াগ্রা জলপ্রপাত

একদিন

সাহারের কাছে চলেও যায়

তবুও তুমি আমার।

তবুও ও তুমি আমার

যদি প্রশান্ত মহাসাগরে একফোটা

জল আর নাও থাকে

যদি গঙ্গা ভলগা হোয়াংহো

নিজেদের শুকিয়েও রাখে

যদি ভিসুভিয়াস ফুজিয়ামা

একদিন

জ্বলতে জ্বলতে জ্বলেও যায়

তবুও তুমি আমার।

তবুও ও তুমি আমার

যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন

তৃতীয় মহাযুদ্ধও বাঁধে

যদি নিভেও যায় কোনদিন

যতটুকু আলো আছে

ওই সূর্য আর চাদেঁ

যদি সাইবেরিয়ার

তুষারে কখনও

সবুজ ফসল ফলেও যায়

তবুও তুমি আমার।

তবুও ও তুমি আমার

যদি হিমালয় আল্পসের

সমস্ত জমাট বরফ

একদিন গলেও যায়,

তবুও ও তুমি আমার

তবুও তুমি আমার।

তবুও ও তুমি আমার

মান্না দে Manna Dey,Prabhas Dey থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে