menu-iconlogo
huatong
huatong
avatar

আধো আলো ছায়াতে কিছু ভালো

রবিনhuatong
꧁💞R🌹A🌹B🌹I🌹N💞꧂🅗🅐🅛🅓🅘🅐huatong
লিরিক্স
রেকর্ডিং
আধো আলো ছায়াতে,

কিছু ভালোবাসাতে

আধো আলো ছায়াতে,

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার ?

কারো নয় শুধু যে আমার (x2)

আমারি আকাশে তুমি যে ধ্রুবতারা

তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা (x2)

আছি মনে, আর মরণে,

আমি যে তোমার

ও হো.. আধো আলো ছায়াতে,

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার ?

কারো নয় শুধু যে আমার।

জোছনা ঢালা এই রাত যেনো এমনি থাকে

প্রেমেরি স্বপ্ন মহল যেনো এমনি থাকে (x2)

আমি আলো, হয়ে আসবো,

হোকনা অন্ধকার

আধো আলো ছায়াতে,

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার ?

কারো নয় শুধু যে আমার।

আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে

ও মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে (x2)

তুমি ডাকলে, কাছে থাকলে,

ভয় নেই হারিয়ে যাওয়ার

আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার ?

কারো নয় শুধু যে আমার (x2)

কারো নয় শুধু যে আমার ..

রবিন থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে