আকাশ থেকে চেয়ে নেবো
মূল শিল্পী= রবি চৌধুরী
অ্যালবাম= অন্তর থেকে বলছি
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)
অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)
আকাশ থেকে চেয়ে নেবো
চাঁদের-ই নীল টিপ
তারার ফুলে গাথবো মালা
জেলে জোনাক দীপ
কৃষ্ণচূড়ার রং আর
মেঘের কাজলে
সাজিয়ে রাখবো তোমায়
মনের ময়ূর মহলে
সাজিয়ে রাখবো তোমায়
মনের ময়ূর মহলে
আকাশ থেকে চেয়ে নেবো
চাঁদের-ই নীল টিপ
তারার ফুলে গাথবো মালা
জেলে জোনাক দীপ
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)
অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)
পাহাড় দিয়ে দেয়াল দেবো
বাড়ির চারিধারে
তোমার উপর যাতে কারো
নজর না পরে
পাহাড় দিয়ে দেয়াল দেবো
বাড়ির চারিধারে
তোমার উপর যাতে কারো
নজর না পরে
কোকিলের-ই গান আর নদীর ঢেউয়ে
সুখের-ই নতুন ভুবন
গড়বো দুজনে মিলে
সুখের-ই নতুন ভুবন
গড়বো দুজনে মিলে
আকাশ থেকে চেয়ে নেবো
চাঁদের-ই নীল টিপ
তারার ফুলে গাথবো মালা
জেলে জোনাক দীপ
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)
অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)
বুকের মাঝে রাখবো তোমায়
ফুলের ছোঁয়া দিয়ে
সারা জীবন সাথী হবো
তোমাকে নিয়ে
বুকের মাঝে রাখবো তোমায়
ফুলের ছোঁয়া দিয়ে
সারা জীবন সাথী হবো
তোমাকে নিয়ে
মিলনেরই সুর আর বিরহ মিলে
ধন্য হবে যে জীবন
তোমাকে কাছে পেলে
ধন্য হবে যে জীবন
তোমাকে কাছে পেলে
আকাশ থেকে চেয়ে নেবো
চাঁদের-ই নীল টিপ
তারার ফুলে গাথবো মালা
জেলে জোনাক দীপ
কৃষ্ণচূড়ার রং আর
মেঘের কাজলে
সাজিয়ে রাখবো তোমায়
মনের ময়ূর মহলে
সাজিয়ে রাখবো তোমায়
মনের ময়ূর মহলে
আকাশ থেকে চেয়ে নেবো
চাঁদের-ই নীল টিপ
তারার ফুলে গাথবো মালা
জেলে জোনাক দীপ