M:আর কারো চোখে তুমি চোখ রেখো না
আর কারো মনে তুমি মন রেখো না
যেখানেই থাকো তুমি আমারই থেকো
শুধু মনে রেখো তুমি মনে রেখো
F:আর কারো চোখে তুমি চোখ রেখো না
আর কারো মনে তুমি মন রেখো না
যেখানেই থাকো তুমি আমারই থেকো
শুধু মনে রেখো তুমি মনে রেখো
মনে রেখো তুমি মনে রেখো
M:শিল্পির মন দিয়ে ভাববো তোমায়
রঙধনু সাত রঙে আঁকবো তোমায়
F:ও শিল্পির মন দিয়ে ভাববো তোমায়
রঙধনু সাত রঙে আঁকবো তোমায়
M:চোখের পাতায় না দেখলে আমায়
নিরবে মনে মনে ডেকো
মনে রেখো তুমি মনে রেখো
F:মনে রেখো শুধু মনে রেখো
কারো চোখে যদি চোখ পরে যায়
ভেবে নিও আমি আছি তোমারই আশায়
M:কারো চোখে যদি চোখ পরে যায়
ভেবে নিও আমি আছি তোমারই আশায়
F:প্রতিদান চাইবোনা তোমারই কাছে
নিরব উপমা হয়ে থেকো
মনে রেখো শুধু মনে রেখো
M:মনে রেখো তুমি মনে রেখো
F:আর কারো চোখে তুমি চোখ রেখো না
M:আর কারো মনে তুমি মন রেখো না
F:যেখানেই থাকো তুমি আমারই থেকো
শুধু মনে রেখো শুধু মনে রেখো
M:মনে রেখো শুধু মনে রেখো
F:মনে রেখো শুধু মনে রেখো