OldbeatFM Presents
যখন তুমি বাধছিলে তার
Written On 1914
রবীন্দ্রনাথ ঠাকুর
যখন তুমি বাধছিলে তার
সে যে বিষম ব্যাথা
যখন তুমি বাধছিলে তার
বাজাও বাজাও বীনা ভোলাও
ভোলাও ভোলাও সকল দুঃখের কথা
যখন তুমি বাধছিলে তার
সে যে বিষম ব্যাথা
যখন তুমি বাধছিলে তার
OldbeatFM Presents
এতদিন যা সংগোপনে
ছিলো তোমার মনে মনে
আজকে আমার তারে তারে
শুনাও শুনাও সে বারতা
যখন তুমি বাধছিলে তার
সে যে বিষম ব্যাথা
যখন তুমি বাধছিলে তার
OldbeatFM Presents
আর বিলম্ব করো নাগো ঐ যে নেবে বাতি
দুয়ারে মোর নীশিথিনী রয়েছে কান পাতি
আর বিলম্ব করো নাগো ঐ যে নেবে বাতি
দুয়ারে মোর নীশিথিনী রয়েছে কান পাতি
বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নি ধারায়
সেই সুরে মোর বাজাও প্রানে
বাজাও তোমার ব্যাকুলতা
যখন তুমি বাধছিলে তার
সে যে বিষম ব্যাথা
যখন তুমি বাধছিলে তার
সে যে বিষম ব্যাথা
যখন তুমি বাধছিলে তার
this track created by OldbeatFM
oldbeatfm@gmail.com
Thank You