menu-iconlogo
huatong
huatong
avatar

আমি তোমায় ভালোবাসি জাগতে হয়েছি দোষী

রাকিবhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি তোমায় ভালবাসি

জগতে হইয়াছি দোষী।

না পাইয়া তবু খুশি।

তোমার ছবি রাখলাম অন্তরায়

তোমার সাথে প্রেম করিয়া

হইলাম কত অপমান

মিষ্টি মিষ্টি কথা কইয়া

আমার সনে প্রেম করিলা।

এখন কেন যাও ভুলিয়া।

তোমার ছবি রাখলাম অন্তরায়

তোমার সাথে প্রেম করিয়া

হইলাম কত অপমান।

জাতি কুল মান সবই গেল

এখন শুধু বাকি প্রাণ।

তোমার সাথে প্রেম করিয়া।.

হায়রে হইলাম কত অপমান

নান্না রান্না নান্না রান্না

আহা হাহা আহা হা

রাকিব থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে