এই নিশি রাইতে তোমারে পাইতে 
মন উচাটন করে সইগো,মন উচাটন করে 
ধীরে ধীরে মন ছুটিয়া যায় এখন 
ধীরে ধীরে মন ছুটিয়া যায় এখন 
রঙ্গিলা বন্দরে সইগো মন উচাটন করে 
এই নিশি রাইতে তোমারে পাইতে 
মন উচাটন করে সইগো,মন উচাটন করে 
জীবনে জীবন নাইবা বাধলে,পরানে পরান বাইন্ধো 
আমার লাগি একটা নিশি একটু খানি কাইন্দো 
জীবনে জীবন নাইবা বাধলে,পরানে পরান বাইন্ধো 
আমার লাগি একটা নিশি একটু খানি কাইন্দো 
বারে বারে আসিও ফিরিয়া 
বারে বারে আসিও ফিরিয়া 
একলা শুন্য ঘরে ,সইগো মন উচাটন করে 
ফুলেরো সুবাসে না দিলা ভুলাইয়া,চুলেরো সুভাস দিও 
আত্মার সাথে আত্মা মিশাইয়া,ইকটু ছোঁয়া দিয়ো 
ফুলেরো সুবাসে না দিলা ভুলাইয়া,চুলেরো সুভাস দিও 
আত্মার সাথে আত্মা মিশাইয়া ,ইকটু ছোঁয়া দিয়ো 
সেই না পরশে সুখেরো বাতাসে 
সেই না পরশে সুখেরো বাতাসে 
উড়াইয়া নিও মোরে,সইগো মন উচাটন করে 
এই নিশি রাইতে তোমারে পাইতে 
মন উচাটন করে সইগো মন উচাটন করে 
ধীরে ধীরে মন ছুটিয়া যায় এখন 
ধীরে ধীরে মন ছুটিয়া যায় এখন 
রঙ্গিলা বাসরে সইগো মন উচাটন করে 
এই নিশি রাইতে তোমারে পাইতে 
মন উচাটন করে সইগো মন উচাটন করে