menu-iconlogo
huatong
huatong
avatar

একটা হাওয়ার গাড়ি

রিংকুhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
লিরিক্স
রেকর্ডিং
যেদিন পরান পাখি উড়ি উড়ি

দিবে আকাশ পাড়ি

ধুলার মাঝে থাকবে পড়ে

দম ফুরানো...

একটা হাওয়ার গাড়ি

পরান পাখি উড়ি উড়ি

দিবে আকাশ পাড়ি..

ধুলার মাঝে থাকবে পড়ে

দম ফুরানো..

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন

একটা হাওয়ার গাড়ি...

-==আপলোডঃ মজিবুর==-

এক পলকেই নিভে যাবে

দুই নয়নের আলো

রং বে রং এর এই দুনিয়া

হবে আধার কালো..

এক পলকেই নিভে যাবে

দুই নয়নের আলো

রং বে রং এর এই দুনিয়া

হবে আধার কালো

দেখবি না আর ফুলের বাগান

সাজানো ঘর বাড়ি

ধুলার মাঝে থাকবে পড়ে

দম ফুরানো..

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন

একটা হাওয়ার গাড়ি..

একটা হাওয়ার গাড়ি রে মন

একটা হাওয়ার গাড়ি...

-==আপলোডঃ মজিবুর==-

অন্তরে হবে না উদয়, বিরহেরি ব্যাথা

কাছে ডেকে বলবে না কেউ,

দুঃখ সুখের কথা

অন্তরে হবে না উদয় বিরহরি ব্যাথা

কাছে ডেকে বলবে না কেউ

দুঃখ সুখের কথা

আপন সবই হবে গো পর

একদিন তোমারি

ধুলার মাঝে থাকবে পড়ে

দম ফুরানো...

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়িরে মন

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন

একটা হাওয়ার গাড়ি

পরাণ পাখি উড়ি উড়ি

দিবে আকাশ পাড়ি

ধুলার মাঝে থাকবে পড়ে

দম ফুরানো...

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন

একটা হাওয়ার গাড়ি...

====ধন্যবাদ====

রিংকু থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে