গানঃ পরান বন্দুরে
শিল্পী ঃ রিংকু
?আপলোড বাই আমিন?
?uploded for ATIF(caotain musti unlimited family) ?
পরাণ বন্ধুরে,
ভালোবাইসা ও তোর,
মন পাইলাম না রে।।
পরান বন্দুরে
ভালবাইসা ও তোর মন পাইলামনারে
?Its Atif & Amin collection ?
কাদার সাথে জলের পিরিত
কি শোভা দেখায়।
চান্দের সাথে রাইতের পিরিত
কি আলো ছড়ায়।
কাদার সাথে জলের পিরিত
কি শোভা দেখায়
চান্দের সাথে রাইতের পিরিত
কি আলো ছড়ায়
তোর সাথে মোর পিরিতি সই
কেন সইল না রে।
পরাণ বন্ধুরে
ভালোবাইসা ও তোর
মন পাইলাম না রে।
পরান বন্দুরে ভালোবাইসা ও তোর
মন পাইলামনারে
?ভালোবাসলেই সবার সাথে ঘর বাধা হয়না?
ভালবাসা সেতো এক অজানা বুক চিনচিন করা ব্যাথা
কেউ পায় কেউ বুকে বয়ে বেড়ায় ?
?আপলোড বাই আমিন?
আন্ধারে হায় মন বিকাইলাম,
কি ফলও দিলা,
চিরজনম দুঃখ সইলাম,
নিজেরে বিকাইলাম বন্ধু,
নিজেরে বিকাইলাম।।
মরম বাইন্ধা দিলাম আমি
আপন ভাবিয়া।
চইলা গেলি কোন পাপেতে
কিছু না বলিয়া।
মরম বাইন্ধা দিলাম আমি আপনও ভাবিয়া
চইলা গেলি কোন পাপেতে কিছু না বলিয়া
কি অনলে পোড়াইয়া গেলি
কারে কইমু রে।
পরাণ বন্ধুরে,
ভালোবাইসা ও তোর,
মন পাইলাম না রে।।
পরান বন্দুরে
ভালোবাইসা ও তোর
মন পাইলামনারে
ভালোবাইসা ও তোর মন
পাইলামনারে
ভালোবাইসা ও তোর
মন পাইলামনারে
ভালোবাইসা ও তোর
মন পাইলামনারে