শিল্পী ঃ রুনালায়লা খুরশিদ আলম
Altafkhan
আমি জেনে শুনে প্রেমে পড়েছি
Follow Me
M] প্রেমেরি পরীক্ষায় পাশ করেছি
Follow Me
M] আমি জেনে শুনে প্রেমে পড়েছি
প্রেমেরি পরীক্ষায় পাশ করেছি
তুমি করোনা ভুল'মুখে বলো কবুল
চলোনা হারীয়ে যাই
আমি জেনে শুনে প্রেমে পড়েছি
প্রেমেরি পরীক্ষায় পাশ করেছি।।
AltafKhan
Follow Me
==গানসুর==
F=আমিতো নই ছোট্ট মেয়ে
বিপাকে জড়িয়ে পড়বো
তোমায় নিয়ে ইচ্ছে মতো
যা খুশি আমিযে করবো
Follow Me
F=আমিতো নই ছোট্ট মেয়ে
বিপাকে জড়িয়ে পড়বো
তোমায় নিয়ে ইচ্ছে মতো
যা খুশি আমিযে করবো
M=তুমি আমার আমি তোমার'
এইতো শুধু জেনেছি
ভালোবাসা দিয়ে তোমায়'
চিরো তরে পেয়েছি
F=তোমার মুনে সং গোপনে
আমি যে হারিয়ে যেতে চাই
M= আমি জেনে শুনে প্রেমে পড়েছি
F= তুরুত তু তু তু তু রু
M] প্রেমেরি পরীক্ষায় পাশ করেছি
F= তারা তা তা তা তা রা
M= তুমি করোনা ভুল'মুখে বলো কবুল
চলোনা হারীয়ে যাই
আমি জেনে শুনে প্রেমে পড়েছি
প্রেমেরি পরীক্ষায় পাশ করেছি।।
=গানসুর=
AltafKhan
Follow Me
F=তুমি আমি দু"জন মিলে
সুখেরী ঘর মোরা বাধবো
স্বপ্ন দিয়ে দিবানিশি
প্রেমেরি সুর মোরা সাধবো
AltafKhan
F=তুমি আমি দু"জন মিলে
সুখেরী ঘর মোরা বাধবো
স্বপ্ন দিয়ে দিবানিশি
প্রেমেরি সুর মোরা সাধবো
M=এজীবনে আপন করে যত টুকু চেয়েছি
তোমায় পেয়ে মনে হলো তারও বেশি পেয়েছি
F=তোমার বুকে তোমার চোখে,
কবেতো পেয়েছি আমি ঠাই
M=আমি জেনে শুনে প্রেমে পড়েছি
F=তুরুত তু তু তু তু রু
M=প্রেমেরি পরীক্ষায় পাশ করেছি
F=তারা তা তা তা তা রা
M=তুমি করোনা ভুল'মুখে বলো কবুল
চলোনা হারীয়ে যাই
F=আমি জেনে শুনে প্রেমে পড়েছি
প্রেমেরি পরীক্ষায় পাশ করেছি।।
Thanks