মেয়েঃ কিছু কিছু ভালোবাসা,এমন ও তো হয়
এমন ও তো হয়
এক দিনের ভালোবাসা চিরো দিন রয়--
ছেলেঃ কিছু কিছু ভালোবাসা,এমন ও তো হয়
এমন ও তো হয়
এক দিনের ভালোবাসা চিরো দিন রয়--
মেয়েঃ কিছু কিছু ভালোবাসা,এমন ও তো হয়
এমন ও তো হয়
এক দিনের ভালোবাসা চিরো দিন রয়--
ছোট ছোট কথা গলো গল্প হলো--
চুপি চুপি মনে যেনো মন লুকালো--
ছেলেঃ আধোঁ আধোঁ আশা গুলো ভাষা পেলো
উড়ে উড়ে দুটি পাখি নিরে এলো
মেয়েঃ ছোঁয়া লেগে..ভেঙ্গে গেলো--
লজ্জা দিধা ভয়--
ছেলেঃ এক দিনের ভালোবাসা চিরো দিন রয়--
মেয়েঃ কিছু কিছু ভালোবাসা,এমন ও তো হয়
এমন ও তো হয়
এক দিনের ভালোবাসা চিরো দিন রয়--
ছেলেঃ মুখো মুখি বসে রবো এমনি করে
মৃদু মৃদু হাসি রেখে এই অধরে--
মেয়েঃ চোঁখে চোঁখে চোঁখ রেখে তোমার চোখে
রঙে রঙে একেঁ যাবো স্বপ্নটাকে
ছেলেঃ চিরো চেনা.. হয়ে যাবে--
একটু পরিচয়--
মেয়েঃ এক দিনের ভালোবাসা চিরো দিন রয়
ছেলেঃ কিছু কিছু ভালোবাসা,এমন ও তো হয়
মেয়েঃ হা এমন ও তো হয়
এক দিনের ভালোবাসা চিরো দিন রয়
ছেলেঃ কিছু কিছু ভালোবাসা,এমন ও তো হয়
মেয়েঃ এমন ও তো হয়
এক দিনের ভালোবাসা চিরো দিন রয়--