মেয়েঃ আকাশকে প্রশ্ন করো
কেন দিগন্তে সে মিশে যায়
নদীকে প্রশ্ন করো
কেন সাগরে সে যে হারায়
শুধু প্রশ্ন করোনা আমায়
আমি মরে যাব লজ্জায়
শুধু প্রশ্ন করোনা আমায়
আমি মরে যাব লজ্জায়
-=আপলোড বাই মজিবুর=-
কিছু কিছু কথা থাকে..
না বলেও বলা হয়ে যায়..
ছেলেঃ জেনে গেছি ভালবেসে..
ভয়-ডর কেন যে হারায়..
মেয়েঃ জানো নাকি, দুষ্টু ছেলে
হৃদয়ে দিলে, হৃদয়ে মিলে
ছেলেঃ তবু আমার, এ মন কাঁদে
কিসের আশায় কোন পিপাসায়
মেয়েঃ তুমি প্রশ্ন করো না আমায়
আমি মরে যাব লজ্জায়
তুমি প্রশ্ন করো না আমায়
আমি মরে যাব লজ্জায়
-=আপলোড বাই মজিবুর=-
কোন কোন স্বপ্ন থাকে..
কলি থেকে ফুল হয়ে যায়..
ছেলেঃ বুঝে গেছি কাছে এসে..
মৌমাছি কেন গান গায়..
মেয়েঃ পথের মাঝে, পথ হারালে
তবে আপন, সঙ্গী মিলে
ছেলেঃ বলো আমি, তোমায় পেলাম
কিসের মায়ায় কোন সাধনায়
মেয়েঃ তুমি প্রশ্ন করো না আমায়
আমি মরে যাব লজ্জায়
তুমি প্রশ্ন করো না আমায়
আমি মরে যাব লজ্জায়
আকাশকে প্রশ্ন করো
কেন দিগন্তে সে মিশে যায়
নদীকে প্রশ্ন করো
কেন সাগরে সে যে হারায়
শুধু প্রশ্ন করোনা আমায়
আমি মরে যাব লজ্জায়
শুধু প্রশ্ন করোনা আমায়
আমি মরে যাব লজ্জায়
====ধন্যবাদ====