গীতিকার ~ পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠদান ~ লতা মঙ্গেশকর
সুরকার ~ মান্না দে
দেখোনা আমায় ওগো আয়না
করোনা এমনতর বায়না
দেখোনা আমায় ওগো আয়না
করোনা এমনতর বায়না
আমি আজ যেমন-খুশি, সাজবো.
খেয়ালের বাঁশি হয়ে. বাজবো
আমি আজ যেমন-খুশি সাজবো
খেয়ালের বাঁশি হয়ে বাজবো
দেখোনা আমায় ওগো আয়না
করোনা এমনতর বায়না.
করোনা এমনতর বায়না
আপলোডার ~ সুরজিৎ পাল
অনুরোধ ~ সঙ্গীতা মুখার্জী (লহরী)
অনুসরণ ~ Singer_Surajit (লহরী)
দু’চোখ ভরে মায়া কাজল পড়ে....
আজকে আমি চাইবো নতুন করে..
দু’চোখ ভরে মায়া কাজল পড়ে....
আজকে আমি চাইবো নতুন করে..
আমার আগে আর যেন কেউ
আমায় দেখে যায়না
না না না না না, দেখোনা আমায় ওগো আয়না
করোনা এমনতর বায়না.
করোনা এমনতর বায়না
আপলোডার ~ সুরজিৎ পাল
অনুরোধ ~ সঙ্গীতা মুখার্জী (লহরী)
অনুসরণ ~ Singer_Surajit (লহরী)
এলো চুল ইচ্ছে মত.ন ছড়িয়ে
পলকেই নাম না জানা
খোঁপায় নেব জড়িয়ে..
এলো চুল ইচ্ছে মত.ন ছড়িয়ে
পলকেই নাম না জানা
খোঁপায় নেব জড়িয়ে.
মুক্ত-মালা মাথায় রেখে দিয়ে...
হার গেঁথেছি পরশ পাথর নিয়ে..
মুক্ত-মালা মাথায় রেখে দিয়ে...
হার গেঁথেছি পরশ পাথর নিয়ে..
হার মেনে আজ এই মণিহার
কেউ যেন গো চায়না
না না না না না
দেখোনা আমায় ওগো আয়না.
করোনা এমনতর বায়না
করোনা এমনতর বায়না