menu-iconlogo
huatong
huatong
avatar

ধন্য ধন্য বলি তারে

লালন গীতিhuatong
লিরিক্স
রেকর্ডিং
লালন গীতি

ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে

বেঁধেছে এমনও ঘর

বেঁধেছে এমনও ঘর

শূন্যের উপর পোস্তা করে

ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে

সবে মাত্র একটি খুঁটি

খুঁটির গোড়ায় নাইকো মাটি

সবে মাত্র একটি খুঁটি

খুঁটির গোড়ায় নাইকো মাটি

কিসে ঘর রবে খাঁটি

কিসে ঘর রবে খাঁটি

ঝড়ি তুফান এলে পরে।

ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে

মূলাধার কুঠুরি নয়টা

তার উপরে চিলেকোঠা

মূলাধার কুঠুরি নয়টা

তার উপরে চিলেকোঠা

তাহে এক পাগলা বেটা

তাহে এক পাগলা বেটা

বসে একা একেশ্বরে

ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে

মিউজিক ফলো করে গাইবেন

গানে লাইক দিবেন

উপর নিচে সারি সারি

সাড়ে নয় দরজা তারি।

উপর নিচে সারি সারি

সাড়ে নয় দরজা তারি।

লালন কয় যেতে পারি

লালন কয় যেতে পারি

কোন দরজা খুলে ঘরে।

ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে

বেঁধেছে এমনও ঘর

বেঁধেছে এমনও ঘর

শূন্যের উপর পোস্তা করে

ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে

ধন্যবাদ

লালন গীতি থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে