আগেকার দিন গুলি আজো মনে পড়ে
কিকরে ভুলে থাকি গো ভালো বাসি জারে
সেআছে গো রিদয় জুরে শপ্ত করে জিবনী
ভুলতে পারি নি আজও ভুলি নি ভুলিনি
-----------মিউজিক-------
যে ছিলো আমার নয়নের ও মনি
যে ছিলো আমার নয়নের ও মনি ভুলতে পারিনি আজো ভুলি নি ভুলিনি
ভুলতে পারিনি আজো ভুলি নি
জারে ঘিরে ছিলো আমার সকল স্বপন আশা
কিবা দোষে সেবা আমার ঘটাইলো দূর দশা ২
-----------মিউজিক-------
জারে ঘিরে ছিলো আমার সকল স্বপন আশা
কিবা দোষে সেবা আমার ঘটাইলো দূর দশা
লোকে বলে শরবোর্নাসা
-----------মিউজিক-------
লোকে বলে শরবোর্নাসা
কেদে পোহাই জিবনি
ভুলতে পারিনি আজো ভুলিনি ভুলিন
ভুলতে পারিনি আজো ভুলিনি
-----------মিউজিক-------
আগেকার দিন গুলি আজো মনে পড়ে
কি করে ভুলে থাকি গো ভালো বাসি জারে
-----------মিউজিক-------
আগেকার দিন গুলি আজো মনে পড়ে
কি করে ভুলে থাকি গো ভালো বাসি জারে
সেআছে এই রিদয় জুড়ে
-----------মিউজিক-------
সেআছে এই রিদয় জুড়ে
শান্ত করে পরানি
সেআছে এই রিদয় জুড়ে
শান্ত করে পরানি
ভুলতে পারিনি আজও ভুলিনি ভুলিনি
ভুলতে পারিনি আজও ভুলিনি
৷৷৷৷৷৷৷৷ মিউজিক৷৷৷৷৷৷৷৷৷৷
যত কাল এই দেহে থাকবে আমার প্রান
তার সনে গেয়ে জাবো আমার লেখা যত গান
৷৷৷৷৷ মিউজিক৷৷৷৷৷৷৷৷৷৷
তার সনে গেয়ে জাবো আমার লেখা যত গান
সেজে আমার পুরনিমার চাঁদ
৷৷৷৷৷ মিউজিক৷৷৷৷৷৷৷৷৷৷
সেজে আমার পুরনিমার চাঁদ
মাঝারুলের জীবনি
ভুলতে পারিনি আজ ওভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজও ভুলিনি
ছিলো আমার নয়নের ও মনি
ভুলতে পারিনি আজো ভুলি নি ভুলিনি
ভুলতে পারিনি আজো ভুলি নি