menu-iconlogo
huatong
huatong
avatar

সাদা কাপর পরাইয়া

শরিফ উদ্দিনhuatong
লিরিক্স
রেকর্ডিং
সাদা কাপর পরাইয়া

খাঁটের উপর শোয়াইয়া

মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

সাদা কাপর পরাইয়া খাঁটের উপর শোয়াইয়া

সাদা কাপর পরাইয়া খাঁটের উপর শোয়াইয়া

মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই

কখন আসবে বাচা ফিরিয়া

ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই

কখন আসবে বাচা ফিরিয়া

কে ডাকবে আর জাদু বলে

মায় যদি মোর যায়রে চলে

কে ডাকবে আর যাদু বলে

মায় যদি মোর যায়রে চলে

না খাইলে কে বলবে খাইছতনী রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখ

কত নিশি রাইতে আইসা দেখছি বাড়িতে

জাগিয়া রইছে মায়ে বসিয়া

কত নিশি রাইতে আইসা দেখছি বাড়িতে

জাগিয়া রইছে মায়ে বসিয়া

মাগো মাঘ মাইয়া শিতে মায় রইছে মোর বসে

মাঘ মাইয়া শিতে মায় রইছে মোর বসে

এমন মায়রে ভুইলা কেমনে থাকি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

শুনো বাড়ির লোক জন। কাঁন্দিওনা এখন

আর কাঁন্দিলে লাভ হবে কি

শুনো বাড়ির লোক জন। কাঁন্দিওনা এখন

কাঁন্দিলে লাভ হবে কি।

তোমরা আতর গোলাপ দিয়া মায়েরে দাও সাজাইয়া

আতর গোলাপ দিয়া মায়রে দাও সাজাইয়া

জন্মেরমত দাওনা বিদায় করি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি।

সাদা কাপর পরাইয়া খাঁটের উপর শোয়াইয়া

সাদা কাপর পরাইয়া খাঁটের উপর শোয়াইয়া

মায়রে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

খোদা হাফেজ

শরিফ উদ্দিন থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে