menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
[০১] উত্তরে মাথা দক্ষিনে পাও

একলা রেখে কোথায় যাও...

উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও..

এতো যে ডাকি সে ডাক তোমরা,

বলো কী শুনতে পাও....

[০২] উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও...

এতো যে ডাকি সে ডাক তোমরা,

বলো কী শুনতে পাও....

উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও...

[০১] যতন ও করিয়া

গোসল ও করাইলা,

তিন টুকরা

কাপর ও পড়াইলা..

[০২] শেতবসনে আতর ও ছড়াইলা,

সুভাস ছড়ানো

লোবান ও ধরাইলা...

সাজাইয়া গুজাইয়া

কেনো যে আমায়,

চিরো বিদায় দাও....

উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও...

[০১] এতো যে ডাকি

সে ডাক তোমরা,

বলো কী শুনতে পাও....

উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও...

[০২] খবর ও শুনিয়া

দেখিতে আসিলা,

মুখ দেখিয়া জলেতে ভাসিলা..

[০১] বুক ফাটাইয়া

জননী কাদিলা,

সকল বান্ধন ছিন্ন করিলা..

একলা একলা কতো যে কাদি,

বলো কি শুনতে পাও...

উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও...

উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও..

[০২] এতো যে ডাকি

সে ডাক তোমরা,

বলো কী শুনতে পাও....

উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও...

উত্তরে মাথা দক্ষিনে পাও,

একলা রেখে কোথায় যাও...

শিল্পীঃ মনির খান √ Monjur_BFS_2019 থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে