আফলোড বাই আশিক
এপিএন ফ্যামিলি
কি স্বপন দেইখা আইলাম ভবে
দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে..
আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে..
তুই সে আমার মন।
আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে...
তুই সে আমার মন
আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে..
তুই সে আমার মন
আফলোড বাই আশিক
এপিএন ফ্যামিলি
আমি সোনা দিয়া বাধলাম এ ঘর দয়াল ঘুণে করলো জরও জর..
সোনা দিয়া বাধলাম এ ঘর দয়াল ঘুণে করলো জরও জর..
একদিন সেই ঘর ছাড়িয়া ময়না যাবে রে.. তুই সে আমার মন
আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে.. তুই সে আমার মন । ।
আফলোড বাই আশিক
এপিএন ফ্যামিলি
কি স্বপন দেইখা আইলাম ভবে
দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে..
স্বপন দেইখা আইলাম ভবে
দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে..
আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে..
তুই সে আমার মন।
আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে..
তুই সে আমার মন
আফলোড বাই আশিক
এপিএন ফ্যামিলি
আমার তিন কাঠের ওই নৌকা খানি দয়াল জোরায় জোরায় উঠে পানি..
তিন কাঠের ওই নৌকা খানি দয়াল জোরায় জোরায় উঠে পানি
আমি কি দিয়া ছেচিব নৌকার পানি রে তুই সে আমার মন
আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে.. তুই সে আমার মন । ।
আফলোড বাই আশিক
এপিএন ফ্যামিলি
যেদিন আজরাঈল মোর আসবে কাছে.. দয়াল হাত পায়ে বান্দিবে কষে..
আজরাঈল যেদিন আসবে কাছে.. দয়াল হাত পায়ে বান্দিবে কষে
সেদিন মুর্শিদ বিনে কে তরাবে আমারে..। তুই সে আমার মন
আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে.. তুই সে আমার মন ।
তুই সে আমার মন
তুই সে আমার মন
ধন্যবাদ