শিল্পী -সন্ধ্যা মুখোপাধ্যায়
---------------------
মানসী সেজেছি আমি...
মরমিয়া তুমি সা-জবে...
তোমার.. আমার.. প্রেমারনু রাগে
ও ফুলে ফুলে মধু বাঁশি বাজবে..
ও ফুলে ফুলে মধু বাঁশি বাজবে
মানসী সেজেছি আমি...
--------------
আমি হবো ফাগুনের গীতি..
তুমি হবে মোর শুভ তিথি..
আমি হবো ফাগুনের গীতি..
তুমি হবে মোর শুভ তিথি..
দুটি আঁখি পল্লবে আবেশের উৎসবে
রঙে রঙে মঞ্জরী রাঙবে..
মানসী সেজেছি আমি..
--------------
খুলে গেছে স্বপনের এলোচুল..
মন আর কবরী যে রচেনা,
আমার এ ছন্দবিনা আমার কণ্ঠে এসে,
আমার এ ছন্দবিনা আমার কণ্ঠে এসে,
হায় হায় কেন হলো অচেনা...
এইটুকু এ আমির মাঝে..
আপনারে আর ধরেনা যে
আজ মালা চন্দনে মধু অভিনন্দনে
আলো আশা নিয়ে তুমি আসবে..
মানসী সেজেছি আমি...
মরমিয়া তুমি সা-জবে...
তোমার.. আমার.. প্রেমারনু রাগে
ও ফুলে ফুলে মধু বাঁশি বাজবে..
ও ফুলে ফুলে মধু বাঁশি বাজবে
মানসী সেজেছি আমি...
-সমাপ্ত -