***স্বাগতম ভালোবাসার বন্ধনে***
***আপলোড&চয়েজ বাই সাইফ***
******রেডি হোন******
M..তুমি পাশে থাকলে
চোখে চোখ রাখলে
তুমি পাশে থাকলে
চোখে চোখ রাখলে
এই বুকে খুঁজে পাই় প্রাণটা
তুমি আমার জানের জানটা
তুমি আমার জানের জানটা
F..তুমি পাশে থাকলে
চোখে চোখ রাখলে
এই বুকে খুঁজে পাই় প্রাণটা
তুমি আমার জানের জানটা
তুমি আমার জানের জানটা
**যে কোনো অরিজিনাল মিউজিক**
পেতে চোখ রাখুন(সাইফ-আইডিতে)
***গান চয়েজ&আপলোড সাইফ***
******রেডি হোন******
M..ফুলে আছে গন্ধ টা ছড়িয়ে যেমন
অন্তরে আছো তুমি জড়িয়ে তেমন
F..তুমি ছাড়া এ জীবনে বল আছে কি
দেহ থেকে প্রাণ গেলে কেউ বাঁচে কি
***3 Sec***
M..ও ফুলে আছে গন্ধ টা ছড়িয়ে যেমন
অন্তরে আছো তুমি জড়িয়ে তে মন
F..তুমি ছাড়া এ জীবনে বল আছে কি
দেহ থেকে প্রাণ গেলে কেউ বাঁচে কি
M..তুমি আমি দুই জন
এক প্রাণ এক মন
তুমি আমি দুইজন,এক প্রাণ এক মন
সাজাবো প্রেমের এ বাগানটা
তুমি আমার জানের জানটা
তুমি আমার জানের জানটা
***আপলোড&চয়েজ বাই সাইফ***
*****রেডি হোন******
M..ভালোবাসি ভালোবাসি সারা দিন রাত
ভালোবেসে তোমাকেই বাড়িয়েছি হাত
F..সাজানো এ স্বর্গ টা এমনি থাকুক
এখানেই খুঁজে পাই সবটুকু সুখ
***3 Sec***
M..ও ভালোবাসি ভালোবাসি সারা দিন রাত
ভালোবেসে তোমাকেই বাড়িয়েছি হাত
F..সাজানো এ স্বর্গ টা এমনি থাকুক
এখাননেই খুঁজে পাই সবটুকু সুখ
M..যতোক্ষণ নিঃশ্বাস
ততোক্ষণ বিশ্বাস
যতোক্ষণ নিঃশ্বাস ততোক্ষণ বিশ্বাস
থাকবে তোমার পিছুটান টা
তুমি আমার জানের জানটা
তুমি আমার জানের জানটা
F..তুমি পাশে থাকলে
চোখে চোখ রাখলে
এই বুকে খুঁজে পাই় প্রাণটা
তুমি আমার জানের জানটা
তুমি আমার জানের জানটা