মনা দোষ দিবি আর কারে রে
মনা দোষ দিবি আর কারে রে
আজ মনার অন্তরে ধরল গুনে
আজ মনার অন্তরে ধরল গুনে
মনা দোষ দিবি আর কারে রে
মনা দোষ দিবি আর কারে রে
আজ মনার অন্তরে ধরল গুনে
আজ মনার অন্তরে ধরল গুনে
ভাঙা ঠোঁটা ঘর খানা
ওরে মনা দোয়ার কেন বান্ধ
ভাঙা ঠোঁটা ঘর খানা
ওরে মনা দোয়ার কেন বান্ধ
ঘরের মানুষ বাইর করিয়া
ঘরের মানুষ বাইর করিয়া
একন কেন কান্দো রে
আজ মনার অন্তরে ধরল গুনে
আজ মনার অন্তরে ধরল গুনে
আষ্ট আঙ্গুল কোদাল খানা
ওরে মনা ষোল আঙ্গুল দাটি
আষ্ট আঙ্গুল কোদাল খানা
ওরে মনা ষোল আঙ্গুল দাটি
সেই কুদালে কাটিয়া তুলে
সেই কুদালে কাটিয়া তুলে আপন ঘরের মাটি রে
আজ মনার অন্তরে ধরল গুনে
আজ মনার অন্তরে ধরল গুনে
দিনোহিন কান্দিয়া বলে
ওরে মনা হারাইয়া পুঁজি
দিনোহিন কান্দিয়া বলে
ওরে মনা হারাইয়া পুজি
এ মায়ার সংসারে এসে
এ মায়ার সংসার এসে শিখলাম ধান্দাবাজি রে
আজ মনার অন্তরে ধরল গুনে
আজ মনার অন্তরে ধরল গুনে
মনা দোষ দিবি আর কারে রে
মনা দোষ দিবি আর কারে রে
আজ মনার অন্তরে ধরল গুনে
আজ মনার অন্তরে ধরল গুনে
আজ মনার অন্তরে ধরল গুনে