Starting
Music
গানের কথাঃ বাউল শাহ আব্দুল করিম
শিল্পীঃ সাজ্জাদ নূর
আপলোডঃ স্বজল রাজ
দরদীয়ারে বন্ধু দরদীয়ারে,
আমি তোরে চাইরে বন্ধু
আর আমার দরদী নাইরে।
আর আমার দরদী নাইরে।
দরদীয়ারে বন্ধু দরদীয়ারে,
আমি তোরে চাইরে বন্ধু
আর আমার দরদী নাইরে।
আর আমার দরদী নাইরে।
Music
না জেনে করেছি কর্ম
দোষ দিব আর কারে?
না জেনে করেছিরে কর্ম
দোষ দিব আর কারে?
সাপের মাথায় হাত দিয়াছি
বিষে অঙ্গ জরে রে
আর আমার দরদী নাইরে।
আর আমার দরদী নাইরে।
দরদীয়ারে বন্ধু দরদীয়ারে,
আমি তোরে চাইরে বন্ধু
আর আমার দরদী নাইরে।
আর আমার দরদী নাইরে।
Music
আমার বুকে আগুন বন্ধু
তোমার হাতে পানি
আমার বুকে আগুনরে বন্ধু
তোমার হাতে পানি
দুই দেশে দুই জনারি বাস,
কে নিভায় আগুন রে---
আর আমার দরদী নাইরে
আর আমার দরদী নাইরে।।
দরদীয়ারে বন্ধু, দরদীয়ারে,
আমি তোরে চাইরে বন্ধু
আর আমার দরদী নাইরে…
আর আমার দরদী নাইরে।
Music
জন্ম দুখী কর্ম পুড়া,
ভাগ্যে না লই জোড়া
জন্ম দুখী কর্ম পুড়া,
ভাগ্যে না লই জোড়া
এ করিম রে করবাই নাকি
দেশের বাতাস ছাড়া রে।
আর আমার দরদী নাইরে…
আর আমার দরদী নাই রে।
দরদীয়ারে বন্ধু, দরদীয়ারে,
আমি তোরে চাইরে বন্ধু
আর আমার দরদী নাইরে…
আর আমার দরদী নাইরে।
দরদীয়ারে বন্ধু দরদীয়ারে,
আমি তোরে চাইরে বন্ধু
আর আমার দরদী নাইরে…
আর আমার দরদী নাইরে।