গানঃ যাবার আগে দোহাই লাগে
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সিনেমাঃ আসামি
ওরে ও.....পরদেশী
ও..ও..ও..পরদেশী
যাবার আগে, দোহাই লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
যাবার আগে, দোহাই লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
প্রথম বারে তোমায় দেখে,,,,
আকাশ বাতাস সাক্ষী রেখে,,,,
প্রথম বারে তোমায় দেখে
আকাশ বাতাস সাক্ষী রেখে
মন দিয়েছি কখন আমি
নিজেই জানিনা, নিজেই জানিনা
এই মনটারে, পায়ে দলে
কেন চলে যাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
এমন আগুন জেলে বুকে...
অশ্রু দিয়ে দুইটি চোখে...
এমন আগুন জেলে বুকে
অশ্রু দিয়ে দুইটি চোখে
ভালোবাসার স্বপ্ন আমার
ভেঙে দিওনা, ভেঙে দিওনা..
পাষাণ এ বুক, বেঁধো না গো
আমার মাথা খাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
যাবার আগে, দোহাই লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
যাবার আগে, দোহাই লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
ওরে ও.....পরদেশী
ও..ও.. পরদেশী
ও..ও.. পরদেশী