menu-iconlogo
huatong
huatong
avatar

দিন যায় কথা থাকে

সুবীর নন্দীhuatong
লিরিক্স
রেকর্ডিং

দিন যায় কথা থাকে

দিন যায় কথা থাকে

সে যে কথা দিয়ে রাখলো না

ভুলে যাবার আগে ভাবলো না

সে যে কথা দিয়ে রাখলো না

ভুলে যাবার আগে ভাবলো না

সে কথা লিখা আছে বুকে

দিন যায় কথা থাকে

সে কথা নয়নে আগুন আলপনা আঁকে

সৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে

সে কথা নয়নে আগুন আলপনা আঁকে

সৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে

সে জ্বালা যন্ত্রণা, কাউকে বলবো না

বলবো আছি কি যে সুখে

দিন যায় কথা থাকে

দিন যায় কথা থাকে

মন পাখি তুই থাকরে খাঁচায় বন্দি

আমি তো করেছি দুঃখের সাথে সঙ্গী

মন পাখি তুই থাকরে খাঁচায় বন্দি

আমি তো করেছি দুঃখের সাথে সঙ্গী

কি আছে পাওনা, কার কাছে দেনা

যাক সে হিসাব চুকে

দিন যায় কথা থাকে

দিন যায় কথা থাকে

সে যে কথা দিয়ে রাখলো না

ভুলে যাবার আগে ভাবলো না

সে যে কথা দিয়ে রাখলো না

ভুলে যাবার আগে ভাবলো না

সে কথা লিখা আছে বুকে

দিন যায় কথা থাকে

দিন যায় কথা থাকে

দিন যায় কথা থাকে

Thank you

সুবীর নন্দী থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে