M=আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছূয়েছি তোমায়
আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছূয়েছি তোমায়
প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুয়েছ আমায়
সাগরিকা বেঁচে আছি, তোমারই ভালোবাসায়
F=আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছূয়েছি তোমায়
প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুয়েছ আমায়
সাগরিকা বেঁচে আছি, তোমারই ভালোবাসায়
===চয়েস=মিঃ মামুন গাজী===
আপলোড= সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব (ফ্যামিলি)
===ID=62003513085===
F=পৃথিবী একটাই তো, একজনই তুমিযে আমার
তোমাকে ছাড়া তো, আমি চাইনা কোন কিছু আর
M=আকাশে বাতাসে, এ কথা জানিয়ে দেবো
তোমাকে না পেলে, আমি তখনই মরে যাব
F=সাগরিকা বেঁচে আছি, তোমারই ভালোবাসায়
M=আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছূয়েছি তোমায়
F=প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুয়েছ আমায়
M=সাগরিকা বেঁচে আছি, তোমারই ভালোবাসায়
===চয়েস=মিঃ মামুন গাজী===
আপলোড= সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব (ফ্যামিলি)
===ID=62003513085===
M=বিরহে মিলনে, আছো আনন্দ অভিমানে
চাওয়াতে পাওয়াতে, আছো এ জীবনেরই গানে
F=মরনের পরেও, যদি থাকে আরেকটি জীবন
সেখানেও জেনে নাও, আমি তোমাকে দেবো এ মন
M=সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায়
F=আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছূয়েছি তোমায়
প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুয়েছ আমায়
সাগরিকা বেঁচে আছি, তোমারই ভালোবাসায়
M=আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছূয়েছি তোমায়
প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুয়েছ আমায়
সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায়
========ধন্যবাদ=======