থাকতে যদি না পাই দেখা
️সৈয়দ আব্দুল হাদী ️
থাকতে যদি না পাই তোমায়
থাকতে যদি না পাই তোমায়
চাই না মরিলে.....
আমায় কাঁদালে
ভালোবাসি বলেই বন্ধু ....
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
ভালোবাসার এমন রীতি....
কাঁদিতে হয় দিবা নিশী
ভালোবাসার এমন রীতি......
কাঁদিতে হয় দিবা নিশী
তব নামের মালা গাঁথি
পড়েছি গলে.....
আমায় কাঁদালে
ভালোবাসি বলেই বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
ভালোবাসা করে যে জন....
কাঁদিতে হয় অতি গোপন
ভালোবাসা করে যে জন....
কাঁদিতে হয় অতি গোপন
তাই বুঝি আজ বুক ভেসে যায
তাই বুঝি আজ বুক ভেসে যায
নয়নের জলে .....
আমায় কাঁদালে ....
ভালোবাসি বলেই বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
শুকনা, বৃক্ষের কাষ্ঠ যেমন
শুকনা, বৃক্ষের কাষ্ঠ যেমন
পাতা নাই ডালে .....
আমায় কাঁদালে
ভালোবাসি বলেই বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
থাকতে যদি না পাই তোমায়
চাই না মরিলে.....
আমায় কাঁদালে
ভালোবাসি বলেই বন্ধু ....
আমায় কাঁদালে রে বন্ধু আমায়
️ ️