menu-iconlogo
huatong
huatong
avatar

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

সৈয়দ আব্দুল হাদীhuatong
লিরিক্স
রেকর্ডিং
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

জলসিঁড়ি নদীর তীরে

তোর খুশির কাঁকন যেন বাজে

ও….কাশবনে ফুলে ফুলে

তোর মধুর বাসর যেন সাজে

তোর একতারা হায়

করে বাউল আমায় সুরে সুরে…

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

আঁকাবাঁকা মেঠো পথে

তোর রাখাল হৃদয় জানি হাসে

ও…পদ্ম কাঁপা, দীঘির ঝিলে

তোর সোনার স্বপন খেয়া ভাসে

তোর এই আঙিনায়

ধরে রাখিস আমায় চিরতরে…

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার..

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

তোমার স্বাধীনতা

গৌরব সৌরভে

এনেছে আমার প্রানের সূর্যে

রৌদ্রেরও সজীবতা…

তোমার স্বাধীনতা

গৌরব সৌরভে

এনেছে আমার প্রানের সূর্যে

রৌদ্রেরও সজীবতা

দিয়েছে সোনালী সুখী জীবনের

দৃপ্ত অঙ্গীকার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

তোমার ছায়া ঢাকা

রৌদ্রেরেরও প্রান্তরে

রেখেছি অতল অমর বর্নে

মুক্তির স্নেহ মাখা..

তোমার ছায়া ঢাকা

রৌদ্রেরেরও প্রান্তরে

রেখেছি অতল অমর বর্নে

মুক্তির স্নেহ মাখা

জেনেছি তুমি জীবন মরণে

বিমুগ্ধ চেতনার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার...

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

সৈয়দ আব্দুল হাদী থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে