NISHWANGA PREM
?.
LYRICS IN BENGALI -
রাতের তারার মতো
নিঃসঙ্গ আমার প্রেম
তুমিহীনা এই হৃদয়
যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।
*আমি তোমার দেয়া ব্যাথা
রেখেছি যতনে ....।
রাতের তারার মতো
নিঃসঙ্গ আমার প্রেম
তুমিহীনা এই হৃদয়
যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।
মেনে নিয়ে তোমার সব অভিযোগ হয়েছি একা...! মাঝে মাঝে কিছু পুরোনো সুখের সাথে হয় দেখা...! তবু আমি ভালোবাসি শুধু তোমাকেই গোপনে ...। রাতের তারার মতো নিঃসঙ্গ আমার প্রেম রাতের তারার মতো নিঃসঙ্গ আমার প্রেম...I মেনে নিয়ে তোমার সব অনুরাগ রয়েছি দুরে...! মাঝে মাঝে কিছু পুরোনো স্মৃতি আমাকে যায় পুড়িয়ে....! তবু আমি ভালোবাসি শুধু তোমাকেই গোপনে ...। রাতের তারার মতো নিঃসঙ্গ আমার প্রেম...I তুমিহীনা এই হৃদয় যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..। *আমি তোমার দেয়া ব্যাথা রেখেছি যতনে ....। রাতের তারার মতো নিঃসঙ্গ আমার প্রেম...I তুমিহীনা এই হৃদয় যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।