চিঠির প্রথমে আমার,,,আসিফ আকবর
আপলোড RUMAN.W.OF.M
চিঠির প্রথমে আমার
ভালোবাসা নিও
আশা রাখি আছো সুখে
চিঠির প্রথমে আমার
ভালোবাসা নিও
আশা রাখি আছো সুখে
আমিও সুখে আছি বেশ ভালো আছি
তোমার দেয়া ব্যথা নিয়ে বুকে।
চিঠির প্রথমে আমার ভালোবাসা নিও
আশা রাখি আছো সুখে
আপলোড RUMAN.W.OF.M
পরসমাচার, কতো বলো আর
আমাকে তুমি কাঁদাবে,,
সবকিছু ভুলে মনটা খুলে
উত্তর কি পাঠাবে
পরসমাচার, কতো বলো আর
আমাকে তুমি কাঁদাবে,,
সবকিছু ভুলে মনটা খুলে
উত্তর কি পাঠাবে
ভুল তো মানুষই করে
রেখোনা ভুলটুকু ধরে,
ভুলের আগুনে পুড়িওনা আমাকে।
চিঠির প্রথমে আমার
ভালোবাসা নিও
আশা রাখি আছো সুখে
আপলোড RUMAN.W.OF.M
চিঠিটা পড়ে সত্যি করে
একবার শুধু বলো না,
এতো আয়োজন কি প্রয়োজন
করবে যদি ছলনা
চিঠিটা পড়ে সত্যি করে
একবার শুধু বলো না,
এতো আয়োজন কি প্রয়োজন
করবে যদি ছলনা
প্রতিশোধ যদি নেবে
প্রেম কেন করেছো তবে,
ক্রোধের জ্বালাতে জ্বালিওনা আমাকে
চিঠির প্রথমে আমার
ভালোবাসা নিও
আশা রাখি আছো সুখে
আমিও সুখে আছি বেশ ভালো আছি
তোমার দেয়া ব্যথা নিয়ে বুকে।
চিঠির প্রথমে আমার ভালোবাসা নিও
আশা রাখি আছো সুখে