menu-iconlogo
huatong
huatong
avatar

আমি একদিন তোমায় না দেখিলে

💫🅰️Nℹ️T🅰️💫🌈P.&.H.huatong
💫🆕♈E🅰️®️💫🌈P.&.H.huatong
লিরিক্স
রেকর্ডিং
আমি একদিন তোমায় না দেখিলে

মেয়ে-আমি একদিন তোমায় না দেখিলে

তোমার মুখের কথা না শুনিলে

পরান আমার রয়না পরানে

ছেলেঃআমি একদিন তোমায় না দেখিলে

তোমার মুখের কথা না শুনিলে

পরান আমার রয়না পরানে

P & H

মেয়ে-প্রেমের ধরণ কেন গো এমন

কাছে না পেলে তোমায় লাগে যে কেমন

----------------

প্রেমের ধরণ কেন গো এমন

কাছে না পেলে তোমায় লাগে যে কেমন

ছেলেঃবিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া

হে বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া

পাবে যে সুখ মিলনে

ছেলেঃতুমি আমার সুখগো জীবনে

P & H

ছেলেঃফুলের বাহার নদীর জোয়ার

রূপের মাধুরীতে আছে গো তোমার

---------------

ফুলের বাহার নদীর জোয়ার

রূপের মাধুরীতে আছে গো তোমার

মেয়েঃতোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে

হে তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে

সেজেছি আজ ফাগুনে

ছেলেঃতুমি আমার ফাগুন জীবনে

মেয়েঃআমি একদিন তোমায় না দেখিলে

তোমার মুখের কথা না শুনিলে

পরান আমার রয়না পরানে

ছেলেঃআমি একদিন তোমায় না দেখিলে

তোমার মুখের কথা না শুনিলে

পরান আমার রয়না পরানে

মেয়েঃআমি একদিন তোমায় না দেখিলে

তোমার মুখের কথা না শুনিলে

পরান আমার রয়না পরানে

💫🅰️Nℹ️T🅰️💫🌈P.&.H. থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

💫🅰️Nℹ️T🅰️💫🌈P.&.H.-এর আমি একদিন তোমায় না দেখিলে - লিরিক্স এবং কভার