menu-iconlogo
logo

দোল দোল দোলনী / DOL DOL DOLONI / শিক্ষক পরিবার- ১২৮৮০০৪।

logo
avatar
Abdul Alimlogo
📚📝ᎢᗩᖇᗩᏦ.Ꮶᗷ🎤ᵗᵉᵃᶜʰᵉʳlogo
অ্যাপে গান গাও
লিরিক্স
দোল দোল দোলনি ।

গীতিকার ও সুরকার: আব্দুল লতিফ।

কণ্ঠশিল্পী: আব্দুল আলীম।

<< আপলোড>> তারক>> শিক্ষক পরিবার >> ১২৮৮০০৪।।

>>>

>>

>

=>

দোল দোল দোলনি

রাঙা মাথার চিরনি

এনে দেবো হাট থেকে

মান তুমি কোরো না।

দোল দোল দোলনি

রাঙা মাথার চিরনি

এনে দেবো হাট থেকে

মান তুমি কোরো না।

নোটন নোটন খোঁপাটি

তুলে এন দোপাটি

রাঙা ফিতায় বেঁধে দেবো

মান তুমি কোরো না

মান তুমি কোরো না।

দোল দোল দোলনি

রাঙা মাথার চিরনি

এনে দেবো হাট থেকে

মান তুমি কোরো না।

মান তুমি কোরো না।।

<< মিউজিক>>

<< আপলোড>> তারক>> শিক্ষক পরিবার >> ১২৮৮০০৪।।

>>>

>>

>

=>

চেয়ে দেখো ডালিম ফুলে

ওই জমেছে মৌ

বৌ-কথা কও ডাকছে পাখি

কয় না কথা বৌ।

>>>

>>

>

=>

চেয়ে দেখো ডালিম ফুলে

ওই জমেছে মৌ

বৌ-কথা কও ডাকছে পাখি

কয় না কথা বৌ।

ঝুমঝুমি মল পায়েতে

গয়না সোনার গায়েতে

আরো দেবো নাকের নোলক

মান তুমি কোরো না।

মান তুমি কোরো না।।

দোল দোল দোলনি

রাঙা মাথার চিরনি

এনে দেবো হাট থেকে

মান তুমি কোরো না।

মান তুমি কোরো না।

<< মিউজিক>> << আপলোড>> তারক>> শিক্ষক পরিবার >> ১২৮৮০০৪।।

>>>

>>

>

=>

চাঁদের সাথে নিত্য রাতে

তারায় কথা কয়

আপন জনা পর হইলে

তা-ও কি প্রাণে সয়?

>>>

>>

>

=>

চাঁদের সাথে নিত্য রাতে

তারায় কথা কয়

আপন জনা পর হইলে

তা-ও কি প্রাণে সয়?

একটুখানি হাসো না

কাছে এসে বসো না

এনে দেবো রেশমি চুড়ি

মান তুমি কোরো না।

মান তুমি কোরো না।।

দোল দোল দোলনি

রাঙা মাথার চিরনি

এনে দেবো হাট থেকে

মান তুমি কোরো না।

দোল দোল দোলনি

রাঙা মাথার চিরনি

এনে দেবো হাট থেকে

মান তুমি কোরো না।

নোটন নোটন খোঁপাটি

তুলে এনে দোপাটি

রাঙা ফিতায় বেঁধে দেবো

মান তুমি কোরো না

মান তুমি কোরো না।

দোল দোল দোলনি

রাঙা মাথার চিরনি

এনে দেবো হাট থেকে

মান তুমি কোরো না।

মান তুমি কোরো না।

<< ধন্যবাদ <<< শিক্ষক পরিবার >>> ১২৮৮০০৪।

Abdul Alim-এর দোল দোল দোলনী / DOL DOL DOLONI / শিক্ষক পরিবার- ১২৮৮০০৪। - লিরিক্স এবং কভার