একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
arrange shymoon
to get more song,search
& check my songbook
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিতো
সব নীরবতা
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিতো
সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো