menu-iconlogo
huatong
huatong
avatar

Je Matir Buke Ghumiye Ache

Abdul Hadihuatong
লিরিক্স
রেকর্ডিং
আ..আ..আ...

[BDSS]

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ্য মুক্তি সেনা

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ্য মুক্তি সেনা

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

......

আ..আ..আ...

[BDSS]

রোজ এখানে সূর্যওঠে আশার আলো নিয়ে

হৃদয় আমার ধন্যযে হয় আলোর পরশ পেয়ে

রোজ এখানে সূর্যওঠে আশার আলো নিয়ে

হৃদয় আমার ধন্যযে হয় আলোর পরশ পেয়ে

সে মাটি সেরে অন্য কথাও যেতে বলিস না

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

[BDSS]

আ..আ..আ...

রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা

জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা

রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা

জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা

সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ্য মুক্তি সেনা

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ্য মুক্তি সেনা

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

Abdul Hadi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে